ঢাকা-১০ উপনির্বাচন পরিচালনা কমিটিতে ইশরাক
ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচন পরিচালনায় কমিটি গঠন করেছে বিএনপি। ১১ সদস্যের ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে। কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে রাখা হয়েছে। ঢাকা-১০ আসন ঢাকা দক্ষিণ সিটির অন্তর্ভুক্ত।
ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হওয়ায় এই আসনটি শূন্য হয়। এখানে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২১ মার্চ। উপনির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ বুধবার বিএনপি এই উপনির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করে দিয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব–উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরি এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সহ-সম্পাদক হেলেন জেরিন খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম ও প্রকৌশলী ইশরাক হোসেন।
এই কমিটি বিএনপির পক্ষে নির্বাচন পরিচালনাসহ সার্বিক বিষয় দেখভাল করবে বলে মহাসচিবের পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্বাচন পরিচালনার স্বার্থে প্রয়োজন অনুযায়ী সদস্য অন্তর্ভুক্তির ক্ষমতাও দেওয়া হয়েছে এই কমিটিকে।