তালেবানের পুনরুত্থান দেখে খুশি হওয়ার কিছু নেই : প্রাণিসম্পদ মন্ত্রী
আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান দেখে বাংলাদেশ দিবাস্বপ্নে যদি কেউ বিভোর হয়ে থাকে এটা বাস্তবায়িত হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ শনিবার বিকেলে সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের ২০ তলা ভবনের জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ১০ বিঘা জমি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানের অসাম্প্রদায়িক রাষ্ট্র। বঙ্গবন্ধুর রাষ্ট্র, শেখ হাসিনার রাষ্ট্র। এখানে অসাম্প্রদায়িক আধুনিক প্রগতিশীল রাষ্ট্রব্যবস্থা চলছে সেটাই চলবে। অন্য কিছু দেখে কারও কোনো অভিলাষে লিপ্ত হওয়ার কোনো অবকাশ বাংলাদেশের নেই।’
তালেবান ইস্যুতে মন্ত্রী আরও বলেন, ‘তালেবান একটি স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্র। বর্তমানে যারা সরকার গঠন করেছেন সেই প্রক্রিয়াটা বাংলাদেশ পর্যবেক্ষণ করছে। তাদের স্বীকৃতি প্রদানের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
স ম রেজাউল করিম বলেন, ‘বিগত দিনে ভারতে বিজেপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের কিছু মানুষ উচ্ছ্বসিত হয়েছিল, ভেবেছিল বিজেপি এখানে এসে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। পাকিস্তানে ইমরান খান আসারও এবং তার কথা শোনার পরও বাংলাদেশের সাম্প্রদায়িক কিছু ব্যক্তি উচ্ছ্বসিত হয়েছিল, সফল হয়নি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ আরও অনেকে।