দর্শনা বন্দর দিয়ে ভারতে আটকেপড়ারা ফিরবে আগামীকাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/15/chuadanga-meeting.jpg)
ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দর্শনা বন্দর হয়ে ফেরার বিষয়ে চুয়াডাঙ্গায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল থেকে বাংলাদেশি পাসপোর্টধারী এসব যাত্রীরা দেশে ফিরবেন।
জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম , সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামানসহ কোভিড-১৯ জেলা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বক্তব্য দেন।
সভায় সিদ্ধান্ত হয়, দর্শনা বন্দরে প্রবেশের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে আসা যাত্রীদের বন্দরেই করোনা পরীক্ষার ব্যবস্থা করা। এ সময় পজিটিভ রোগীদের সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া এবং বাকিদের কোয়ারেন্টিনে রাখা হবে। কোয়ারেন্টিন সেন্টার হিসেবে প্রাথমিকভাবে নার্সিং ইনস্টিটিউট ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নির্বাচন করা হয়েছে। কঠোর নিরাপত্তায় কমিটি নির্ধারিত পরিবহণে আইসোলেশন ও কোয়ারেন্টিন সেন্টারে যাত্রীদের পৌঁছানো হবে। কোয়ারেন্টিনে অবস্থানকালীন সবাইকে নিজ খরচে থাকা ও খাওয়ার ব্যয় বহন করতে হবে। পাসপোর্ট পুলিশ হেফাজতে থাকবে। কোয়ারেন্টিন শেষে সিভিল সার্জনের ছাড়পত্রের পর পাসপোর্ট ফেরত দেওয়া হবে।
পুরো প্রক্রিয়া তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনকে প্রধান করে সাত সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।