দলে কর্মী কমে যাচ্ছে, নেতা বেড়ে যাচ্ছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগে যেন কর্মী কমে যাচ্ছে, নেতা বেড়ে যাচ্ছে।’
আজ রোববার রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
প্রায় পাঁচ বছর পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সামনে এক কঠিন চ্যালেঞ্জ আসছে। বাংলার বাতাসে আবারও ষড়যন্ত্র ও চক্রান্তের গন্ধ। সাম্প্রদায়িক অশুভ শক্তি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। অশুভ এ শক্তি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে চক্রান্তের পথে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। অশুভ এ শক্তিকে প্রতিহত করতে হবে। বাংলাদেশে আর যেন কোনোদিন সাম্প্রদায়িক শক্তি, অন্ধকারের শক্তি ক্ষমতায় না আসতে পারে, সেজন্য আওয়ামী লীগকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।’
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল ও আবু সাইদ আল মাহমুদ স্বপন, নির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও বেগম আখতার জাহান।
আওয়ামী লীগে সাচ্চা কর্মী দরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সুবিধাভোগীদের আওয়ামী লীগে দরকার নেই। কমিটিতে দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ণ করতে হবে।’
তিনি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকাসক্তিকে ‘না’ বলার আহ্বান জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যদি আদর্শের অনুসারী হন, তাহলে সেবার আদর্শ নিয়ে এগিয়ে যাবেন। মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। মুজিব আদর্শে আমাদের শপথ হবে আমরা ত্যাগের মহিমা, ভোগের লিপ্সা পরিহার করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়ে তুলব। আজকে মুজিব শতবার্ষিকীতে আমাদের শপথ হবে, আমরা আওয়ামী লীগে কোন সুবিধাবাদী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকে জায়গা দেব না।’
সম্মেলন শেষে আগামী তিন বছরের জন্য আবারও এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে সভাপতি ও ডাবলু সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠনেরও নির্দেশ দেন।