দালালকে হাতেনাতে আটক, টাকা ফেরত পেলেন প্রতিবন্ধীরা

মাগুরার মহম্মদপুর উপজেলায় সাংবাদিকদের সহায়তায় দালালদের হাতেনাতে আটকের পর টাকা ফেরত পেলেন তিন প্রতিবন্ধী ভাতাভোগী।
আজ রোববার উপজেলা সদরের কৃষি ব্যাংকে ভাতা তুলতে গিয়ে দালালের খপ্পরে পড়েন আকছেদ মোল্যা নামের এক শারীরিক প্রতিবন্ধী। সাংবাদিকরা ওই দালালকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দালাল সৈয়দ আলমগীর টাকা নেওয়ার কথা স্বীকার করলে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী আকছেদ মোল্যা বলেন, “কৃষি ব্যাংকে টাকা তোলার পর সার্টিফিকেট বের করতে টাকা লাগছে, ডাক্তারের সই দিতে টাকা লাগছে বলে দালাল সৈয়দ আলমগীর পাঁচ হাজার টাকা চান। না দিলে হুমকি দিয়ে বলেন, ‘তোর বাড়ি গিয়ে আদায় করে নেব।’ পরে সাংবাদিকদের জানালে তাদের সহযোগিতায় টাকা ফিরে পাই।”
ধরা পড়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে দালাল আলমগীর উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তিন প্রতিবন্ধীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়ে দেন। তিনি জানান, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী আছাদুজ্জামান তাঁকে এ ব্যাপারে মদদ দিয়েছেন।
এদিকে, দালাল সৈয়দ আলমগীরকে শুধু জরিমানা করায় আতঙ্কে রয়েছে ভুক্তভোগী প্রতিবন্ধীরা। তারা আলমগীরের কাছ থেকে হামলার আশঙ্কা করছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. জয়নুর রহমান বলেন, ‘আমার অফিসের স্টাফ এ ঘটনায় জড়িত না বলে জানিয়েছেন। তারপরও তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয়, আমরা ব্যবস্থা নেব।’