দিনাজপুরে খেলতে খেলতেই প্রাণ গেল দুই শিশুর
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে মাটির দেয়ালে চাপা পড়ে শাহরিয়ার রহমান সিয়াম (১০) ও ফাইজার ইসলাম আকাশ (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাগবিন্দুপুর কুটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম উপজেলার কুটিপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং আকাশ একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। এই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।
বিনোদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, ‘এই মর্মান্তিক ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে যাই এবং পুলিশকে ময়নাতদন্ত না করার জন্য অনুরোধ করি। পুলিশ আমাদের কাছে লাশ হস্তান্তর করেছে।’
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, ‘আজ সকালে নিজ বাড়ির আঙিনায় পুরোনো মাটির দেয়ালের পাশে কাঁঠাল গাছের নিচে খেলছিল ওই দুই শিশু। হঠাৎ করে দেয়ালটি ভেঙে তাদের উপর পড়ে যায়। এ সময় দেয়ালচাপায় ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।’