দিনাজপুরে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/20/mymensingh.jpg)
মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের অসহায় ও নৃ-গোষ্ঠীর দরিদ্র পরিবারগুলো ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে (দিনাজপুর দশমাইল মহাসড়ক) ও রামডুবি সড়ক অবরোধ করে কয়েকশ পরিবার আজ সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ করে। এ সময় তারা ত্রাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। সড়ক অবরোধের কারণে রাস্তার উভয় পাশে জরুরি কাজে নিয়োজিত যানবাহনগুলো আটকা পড়ে।
বিক্ষোভকরা নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর দাবি, তারা সরকারি ও ইউনিয়ন পরিষদ থেকে কোনো প্রকার সহায়তা পায়নি। ইউপি সদস্য তাদের কাছ থেকে সহায়তা দেওয়ার কথা বলে ভোটার আইডির ফটোকপি কয়েকবার নিয়ে গেলেও তাদের সঙ্গে আর যোগাযোগ করেননি।
৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জর্জিস সোহেল বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদ থেকে যা পেয়েছি তা আমাদের চাহিদার তুলনায় অনেক কম। আমার ওয়ার্ডে সাড়ে চার হাজার ভোটার। তার পরিবর্তে আমি পেয়েছি কয়েক শ প্যাকেট, যা দিয়ে চাহিদা মেটানো অসম্ভব।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাগফুরুল হাসান আব্বাসী বলেন, সরকার সবার জন্য ত্রাণ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। যারা পায়নি পর্যায়ক্রমে তাদের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হবে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয়।
এ সময় ইউএনওর সঙ্গে ছিলেন সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।