দিনাজপুরে পিস্তল ও শ্যুটারগানসহ এক কলেজছাত্র গ্রেপ্তার
দিনাজপুরের পার্বতীপুরে একটি পিস্তল ও শ্যুটারগানসহ এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার আমবাড়ী পুরাতন গরুর হাট এলাকার লিচু বাগান থেকে ওই কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কলেজছাত্রের নাম মো. সজিব রানা (২২)। তিনি আমবাড়ী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে পার্বতীপুর মডেল থানায় আগ্নেয়াস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মো. সজিব রানার বাড়ি চিরিরবন্দর উপজেলার পুনট্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে।
পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজয় কুমার রায় বলেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী এলাকার একটি লিচু বাগানে অবস্থান নেয় পুলিশ। এ সময় ওই পথে আসা মোটরসাইকেল আরোহী সজিব রানার ব্যাগ তল্লাশি করে একটি ৯ এমএম পিস্তল, একটি এলজি শ্যুটারগান, একটি ম্যাগাজিন ও একটি কার্তুজ জব্দ করা হয়।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিছুর রহমান সরকার জানান, আজ দুপুরে তাকে দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।