দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে ঢাকাগামী বাসের ধাক্কায় কবির হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কবির রংপুরের মিঠাপুকুর উপজেলার মানিকপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে কবির মোটরসাইকেলে করে খালাতো ভাই শাহিনকে সঙ্গে নিয়ে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে পৌঁছালে ঢাকাগামী বাসটি ধাক্কা দেয়। এতে কবির মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে। এসময় বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন কবির এবং আহত হন শাহিন।
আহত শাহিন জানান, তারা মোটরসাইকেল নিয়ে বিরামপুর থেকে নবাবগঞ্জ হয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। কিন্তু, পথিমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’