দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরের বিরামপুরে নৈশকোচের চাপায় যাত্রীবাহী ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে পৌর শহরের টাটকপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের সাইদুল ইসলাম (৪৫)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিহত দুজন ভ্যানে করে ফুলবাড়ী থেকে বিরামপুরে মাছ কিনতে আসছিলেন। এ সময় ভ্যানটি বিরামপুর পৌর শহরের টাটাকপুরে পৌঁছালে দিনাজপুরগামী দ্রুতগতির একটি একটি নৈশকোচ ভ্যানটিকে চাপা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ দুজন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নৈশকোচ ও চালককে আটক করা যায়নি।