দুদকের মামলায় প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর
অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান আজ রোববার দুপুরে জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। এ মামলায় প্রদীপকে গ্রেপ্তার দেখাতে গত ১৪ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। ওই সময় তাঁকে গ্রেপ্তার দেখাতে আদেশ দিয়ে আদালত ২০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন।
আজ বেলা ১১টার পর আসামির অনুপস্থিতিতে অ্যাডভোকেট স্ববু প্রসাদ বিশ্বাস প্রদীপের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
এ মামলার অপর আসামি প্রদীপের স্ত্রী চুমকি কারণ মামলা দায়েরের পর থেকে পলাতক।