দুবলার চরের ১৪ হাজার জেলে পাচ্ছেন করোনার টিকা
সুন্দরবনের দুবলার চরে ১৪ হাজার জেলেকে করোনা টিকাদান শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। বাগেরহাটে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর আলোরকোলে কর্মসূচির আয়োজন করেছে দুবলা ফিসারম্যান গ্রুপ। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় চলছে টিকাদান। দুবলার চরে কর্মসূচির উদ্বোধন করেছেন বাগেরহাট সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ।
বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, বঙ্গোপসাগর পাড়ের দুবলার চরের আলোরকোল, মাঝিরকিল্লা ও নারিকেলবাড়ীয়ায় জেলেদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মেডিকেল কর্মকর্তাসহ অন্তত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। ১২ জন অভিজ্ঞ স্বাস্থ্য সহকারী জেলেদের এ টিকা প্রদান করছেন। এ ছাড়া রেড ক্রিসেন্টের ৮ জন স্বেচ্ছাসেবীও আছেন।
ডা. সুকান্ত আরও জানান, জেলেদের জন্য ১৮ হাজার টিকা দুবলার চরে আনা হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন থাকলেই তাঁরা টিকা পাবেন। দেওয়া হচ্ছে জনসন অ্যান্ড জনসনের টিকা।
এক প্রশ্নের জবাবে ডা. সুকান্ত কুমার পাল এনটিভি অনলাইনকে বলেন, ‘এই টিকা একবারই দিলেই হবে। দ্বিতীয় ডোজ লাগবে না। জেলেদের টিকা কার্ড প্রদান করা হবে।’
জেলেদের টিকা কার্যক্রমে বাগেরহাট সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ ছাড়াও রয়েছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম সমাদ্দার, বনবিভাগের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় ও দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উাদ্দন আহম্মেদ।