দুর্নীতিবাজরা বিসমিল্লাহ বলে তওবা করুন : চট্টগ্রাম সিটির নতুন প্রশাসক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, ‘যাঁরা দুর্নীতি করেছেন, আজ বিসমিল্লাহ বলে তওবা করে ফেলেন।’
আজ বৃহস্পতিবার নগরীর টাইগারপাস এলাকায় চসিকের কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন খোরশেদ আলম। এর আগে কার্যালয়ে পৌঁছালে সিটি করপোরেশনের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
এ সময় চট্টগ্রাম সিটির নবনিযুক্ত প্রশাসক আরো বলেন, ‘ফ্রম টুমোরো, আমি যাঁর কাছে অনিয়ম দেখব, দুই নম্বরি দেখব, আমার সঙ্গে-নগরের সঙ্গে যিনি বেঈমানি করবেন, দায়িত্বের সঙ্গে বেঈমানি করবেন, তাঁকে আমি কোনোভাবেই ছাড় দেব না। সেটা আইনিগত হোক আর বেআইনিগত হোক। যারা বিশ্বাসঘাতক, দায়িত্ব নিয়ে ঘুষ খেয়ে, চুরি করে শহরের মানুষকে কষ্ট দেয়, তাদের আমি ক্ষমা করব না।’ এ সময় নগরীর সবার কাছে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করেন খোরশেদ আলম সুজন।
সাংবাদিকদের সঙ্গে খোরশেদ আলম সুজনের এ মতবিনিময় সভায় অংশ নেন বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় নবনিযুক্ত প্রশাসককে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
নাছির উদ্দিন বলেন, ‘আমি আমাদের খোরশেদ আলম সুজনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করি। আল্লাহ রাব্বুল আল-আমিন তাঁকে সুস্থ রাখুক, দীর্ঘায়ু করুক।’ এ ছাড়া প্রধানমন্ত্রী খোরশেদ আলমকে যে দায়িত্ব দিয়েছেন, সেটা যেন তিনি সঠিকভাবে ও সুচারুরূপে সম্পাদন করতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করেন নাছির উদ্দিন।
সহযোগিতার আশ্বাস দিয়ে বিদায়ী মেয়র বলেন, ‘আমার অবস্থান থেকে, উনি যদি (খোরশেদ আলম সুজন) প্রয়োজন বোধ করেন, যেকোনো বিষয়ে আলাপ-আলোচনার ইচ্ছে ব্যক্ত করেন, সহযোগিতা চান, অবশ্যই সহযোগিতা করব।’