দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে নিজেদের উন্নত জায়গায় নিতে হবে
দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য আমাদের নিজেদের উন্নত জায়গায় নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মার্কেটিং বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই কর্মসূচিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরে আয়োজন করা হয়।
সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক এ তালুকদার, মেঘনা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট তাহমিনা মোস্তফা, ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুরশিদ প্রমুখ বক্তব্য দেন।
ডা. দীপু মনি বলেন, ‘মার্কেটিংয়ের বিদ্যাবুদ্ধি সবারই একটু একটু লাগে। সেটা জেনে বুঝে হোক বা এমনিতেই হোক। স্বাভাবিকভাবে প্রাণীকুল থেকে মানুষ পর্যন্ত সবাই নিজেকে তুলে ধরতে চায়। আমাদের দেশে রাজনৈতিক একটা কথার খুব প্রচলন আছে যে, আমরা দেশকে বিক্রি করে দিচ্ছি। একটা সময় গিয়ে আমার মনে হলো যে, এটা তো আসলে কোনো গালি না। আমি যখন পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলাম তখন আমার মনে হলো যে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাজ তো ছিল সারা পৃথিবীতে নিজের দেশকে বিক্রিই করা। আমাদের দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য আমাদের নিজেদের উন্নত জায়গায় নিয়ে যেতে হবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের পূর্বসূরিরা আমাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন এবং তারও আগে আমাদের ভাষার জন্য জীবন দিয়ে দিয়েছেন, বৃটিশবিরোধী আন্দোলনে অবদান রেখেছিল। আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। এবং পরবর্তীতে শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলনসহ সব আন্দোলন-সংগ্রামে তারা রক্ত দিয়েছে। তিনি আরও বলেন, আমাদেরকে স্বাধীন একটি ভূখণ্ড ও একটি পতাকা উপহার দিতে গিয়ে ত্রিশ লাখ শহীদ রক্ত দিয়েছেন। লাখ লাখ বোন ধর্ষিতা হয়েছেন। কিন্তু আমাদের এখন আর রক্ত দেওয়ার প্রয়োজন নেই। আমরা যে যে জায়গায় আছি সে জাগয়া থেকেই কন্ট্রিবিউট করার চেষ্টা করব। এতেই আমাদের অভিষ্ট লক্ষ্য অর্জিত হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান ইন্ডাস্ট্রি একাডেমিয়ার মধ্যে মেলবন্ধন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বলেন, আজ থেকে ১০০ বছর আগে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তাঁরা আজকে বেঁচে নাই। কিন্তু তাঁদের অবদানের জন্য তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো বেঁচে আছে। এখন আমার ও আপনার দায়িত্ব হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে অবদান রেখে যাওয়া।
মার্কেটিং বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের একটি বিভাগ। ১৯৭৪ সালের ১ জুলাই এই বিভাগ প্রতিষ্ঠিত হয়। এর প্রথম বিভাগীয় প্রধান ছিলেন প্রয়াত অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। মাত্র চারজন শিক্ষক ও ৪৯ জন শিক্ষার্থী নিয়ে এই বিভাগের যাত্রা শুরু হয়।