দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এ দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। তিনি বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির ৫১ বছরের মধ্যে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়ে আঠারো বছরে সকল বাধা অতিক্রম করে দেশে আজ শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে।’
মন্ত্রী আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা বস্তবায়নে মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্মের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসরদের অশুভ তৎপরতা না থাকলে বাংলাদেশের অগ্রযাত্রা আরও বহুগুণ বেড়ে যেত।’ তিনি মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ তরুণ প্রজন্মকে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে এবং চলমান ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ সালু বক্তব্য দেন।