দেশের প্রতিটি জেলায় রেল যাবে : রেলমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/12/rail-minister.jpg)
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘পদ্মা সেতুর ওপর দিয়ে রেলপথ নির্মাণসহ দেশের প্রতিটি জেলায় রেল যাবে। একইসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাবল লেন রেলপথ নির্মাণ কাজ হাতে নেওয়া হচ্ছে।’
আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আজ শুক্রবার বিকেলে রেলযোগে রহনপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় স্টেশন প্লাটফর্মে একটি সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘বাংলাদেশ-ভারত উভয় দেশই রেল যোগাযোগের মাধ্যমে বাণিজ্যের প্রসার ঘটাতে আগ্রহী। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী ২৭ মার্চ ঢাকা থেকে শিলিগুঁড়ি পর্যন্ত আরও একটি প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন করা হবে।
রেলমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হলে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। এরই অংশ হিসেবে আমরা দেশব্যাপী রেলের উন্নয়নের জন্য ব্যাপক কাজ হাতে নিয়েছি। রেল যোগাযোগকে উন্নত করতে রেলের লোকবল সংকট দূরসহ অবকাঠামো উন্নয়নে জোর দিয়েছে সরকার।’
‘দেশের উন্নয়ন ও জনস্বার্থে সব পথকে ব্যবহার করার লক্ষে বর্তমান সরকার পরিকল্পনার নিয়ে কাজ করছে।’ বলেন রেলমন্ত্রী।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, জিয়াউর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী করোনাকালে বন্ধ হয়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর রুটে সব ট্রেন রমজানের আগেই চালু করার আশ্বাস দেন।