দেশে প্রথম সুস্থ হওয়ার পর দ্বিতীয়বার চারজন করোনায় আক্রান্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/10/madaripur_sivil_sarjon_ofc.jpg)
মাদারীপুর সিভিল সার্জনের কার্যালয়। ছবি : সংগৃহীত
দেশে এই প্রথম সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়ে ফের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মাদারীপুরের শিবচর উপজেলায় এরকম চারজন রোগী পাওয়া গেছে। এছাড়া জেলায় নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা.শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে দুইজনসহ পুরানো সুস্থ হয়ে যাওয়া রোগী থেকে চারজন আবারো করোনায় আক্রান্ত হয়েছেন। এখানে মোট আটজনকে আইসোলেশনে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা বাংলাদেশে এই প্রথম। করোনাভাইরাস আক্রান্ত চারজন গত মাসে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। আবার করোনাভাইরাস উপসর্গ দেখা দিলে তাদের জেলা সদর হাসপাতালের ভর্তি করা হয় এবং করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা আইইডিসিআর পাঠালে তাদের রেজাল্ট পজিটিভ আসে।’