দ্বিতীয় ধাপে ৬২ ভাগ ভোট পড়েছে, বেশি রায়গঞ্জে কম সাভারে
সংঘর্ষ-উত্তেজনার মধ্যে দিয়ে দ্বিতীয় দফার ৬০টি পৌরসভার ভোটগ্রহণ শেষ করে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে ৬১.৯২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে ইসি।
প্রতিষ্ঠানটি বলছে, মোট ২০ লাখ ৯১ হাজার ৬৮১টি ভোটের মধ্যে ১২ লাখ ৯৫ হাজার ২৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
আজ রোববার দ্বিতীয় ধাপের এ নির্বাচনের সমন্বয়ক নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
৬০টি পৌরসভার মধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ৪৫টি পৌরসভার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থীরা জয় পেয়েছে চারটি পৌরসভায়। জাতীয় পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি করে পৌরসভার মেয়র পদে বিজয়ী হয়েছেন। বাকি আটটি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীরা মেয়র পদে জয়লাভ করেছেন।
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায়। এখানে ভোট পড়েছে ৮৫ দশমিক ০৪ শতাংশ। এ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করেছে ইসি। এখানে ১১ হাজার ৮৬৭ ভোটের মধ্য ভোট পড়েছে ১০ হাজার ৯২টি। এখানে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের মো. আবদুল্লাহ আল পাঠান।
অপরদিকে সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকার সাভার পৌরসভায়। এখানে শতকরা ভোট পড়েছে ৩৩ দশমিক ৫৯ শতাংশ। এ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করেছে ইসি। এ পৌরসভায় এক লাখ ৮৮ হাজার ৮৮ ভোটের মধ্যে ৬৩ হাজার ১৭৯টি ভোট পড়েছে। এখানে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের হাজি মো. আবদুল গনি।
তবে গতকাল ভোটগ্রহণ শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর আশা প্রকাশ করে বলেছিলেন, ‘নির্বাচনে ৭০-৭৫ ভাগ ভোট পড়বে বলে মনে করি।’ দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে চলমান পৌরসভা নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গতকাল বলেছিলেন, ‘আজ শনিবার আমি সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করি। দুপুর ১টা পর্যন্ত ওইসব ভোটকেন্দ্রে সাত হাজার ৩১১ জন ভোটারের মধ্যে এক হাজার ২৩২ জন ভোট প্রদান করেছেন। তিনটি বুথে আমি তিনজন বিরোধীদলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই। কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এ ছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধীদলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এমতাবস্থায়, এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যেকোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না।’