ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক প্রকাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/14/judge-thum.jpg)
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ রোববার এক শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’
প্রধান বিচারপতি শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।