নওগাঁয় বিস্ফোরক মামলায় জেএমবি সদস্যের কারাদণ্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/23/naogaon-jmb-picture-.jpg)
নওগাঁর হাতেম আলী নামের নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মেহেদী হাসান তালুকদার মামলার শুনানি শেষে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত হাতেম আলী (৪৫) নওগাঁর মান্দা উপজেলার তালপাতিলা গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সঞ্জিব কুমার সরকার জানান, ২০১৬ সালে ১২ জুন রাতে হাতেম আলীর বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাঁর শোয়ার ঘর থেকে থেকে তিনটি ককটেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় আসামি হাতেম আলীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মান্দা থানায় মামলা করেন। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারকালে রাষ্ট্রপক্ষ মোট ১১ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন। পরে হাতেম আলীকে জেলা কারাগারে পাঠানো হয়।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবু জাহিদ মো. রফিকুল ইসলাম।