নজরুল রাজের মা সাহেরা বেগম আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/13/aaaa.jpg)
না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা ও প্রযোজক নজরুল রাজের মা সাহেরা বেগম (৭০)। আজ বুধবার সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সম্প্রতি চেয়ার থেকে পড়ে খুব অসুস্থ হয়ে পড়েন তিনি। এর মধ্যে আজ আবার হার্ট অ্যাটাক হয়।
বিষয়টি জানিয়ে বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি অভিনেতা অমিত হাসান বলেন, ‘আজ সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমাদের অভিনেতা ও প্রযোজক নজরুল রাজের মা সাহেরা বেগম। আমরা ফিল্ম ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।’
আজ বাদ আসর গোপালগঞ্জে নিজ বাড়িতে মরহুমার দাফন করার কথা। মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।
নজরুল রাজ বলেন, ‘কিছুদিন আগে মা চেয়ার থেকে পড়ে খুব অসুস্থ হয়ে পড়েন। আজ আবার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিলে ডাক্তার জানান, মা মারা গেছেন। খুবই সাধারণ জীবনযাপন করতেন মা। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
নজরুল রাজের মায়ের মৃত্যুতে এফবিসিসিআই, ক্যাপিটাল ক্লাব, ফিল্ম ক্লাব থেকে শোক প্রকাশ করা হয়।
‘ভালোবাসা সীমাহীন’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন নজরুল রাজ। পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করেন তিনি। অভিনয় ছাড়াও নিয়মিত নাটক প্রযোজনা করছেন দীর্ঘদিন।