নবাবগঞ্জে ট্রাক্টরের ধাকায় অটোযাত্রী বাবা ও ছেলে নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে বালুবোঝায় ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার যাত্রী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বল্লভপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম (৩৫) ও তার শিশু ছেলে কাওছার হোসেন (৮)।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আত্মীয় বাড়ি থেকে পরিবার নিয়ে অটোরিকশায় নিজ বাড়ি বল্লভপুর গ্রামের আসছিলেন। পথে রাস্তার বিপরীত দিক থেকে আসা বালুবোঝায় একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে শিশু কাওছার নিহত হয়। পরে স্থানীয়রা কবিরুল ইসলাম ও তার স্ত্রী, মেয়ে এবং নবজাতক শিশুকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কবিরুর ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনায় বালুবোঝায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালকসহ অন্যরা পালিয়ে যায়। নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা করেছে।