নরসিংদীতে অস্ত্রগুলিসহ গ্রেপ্তার ৩
নরসিংদীর রায়পুরা থেকে অস্ত্রগুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে র্যাব। আজ রোববার বিকেলে নরসিংদী র্যাব-১১-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রায়পুরার মুছাপুর ইউনিয়নের তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৮টি ককটেল, ছয়টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১১টি শটগানের কার্তুজ, চারটি মোবাইল ফোনসেট, ছয়টি সীমকার্ড ও নগদ ছয় হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রায়পুরার তুলাতুলী গ্রামের মো. দুলাল ওরফে নুরুল হক (৪২), একই গ্রামের জুয়েল হোসেন (৩২), একই এলাকার আমিনুল ইসলাম সুজন (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, শনিবার দিনগত মধ্যরাতে র্যাব-১১-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার রায়পুরা থানার তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।