নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ শুক্রবার দুপুরে নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়।
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী স্বপ্না আহমদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম গোলাম কবির কামাল, বিএনপিনেতা ইলিয়াস আলী ভুঁইয়া, সুমন চৌধুরী, মহিলাদলের নেত্রী ফাতেমা ইয়াসমিন, আরীফিনা আসাদ, তানিয়া সরকারসহ মহিলাদলের নেত্রীরা।
আলোচনাসভা বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ সরকারের তীব্র সমালোচনা করে এবং অবিলম্বে সরকারকে পদত্যাগ করার দাবি জানান।