নরসিংদীতে ট্রাক-পিকআপের সংঘর্ষে দুজন নিহত, আহত ১১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/07/narsingdi.jpg)
নরসিংদীতে বালুবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় শিশুসহ ১১ জন গুরুতর আহত হয়েছে। আজ শনিবার বিকেলে মাধবদীর কান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৪৮) কিশোরগঞ্জের নিকলী উপজেলার আবুদা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ও মো. আলাউদ্দিন (৫৫) ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা নরসিংদীগামী একটি বালুবাহী ট্রাক মাধবদীর কান্দাইলে পৌঁছালে বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানে থাকা শিশুসহ ১৬ যাত্রীর মধ্যে ১২ জন আহত হয়। এ সময় ঘটনাস্থলেই নজরুল ইসলাম নামের এক যাত্রী মারা যান। খবর পেয়ে মাধবদী থানা, ভুলতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এর মধ্যে নয়জনকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. আলাউদ্দিন নামের আরও একজন মারা যান। দুজনের মরদেহ উদ্ধার করে ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন ফকির সাংবাদিকদের বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।