নরসিংদীতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
নরসিংদীতে এক স্কুলছাত্রীকে (১২) বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে আদিয়াবাদ এলাকা থেকে এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে। কিশোরের বাড়ি রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে।
ধর্ষণের ঘটনাটি গত সোমবার রাতে ঘটলেও তা স্কুলছাত্রীর পরিবার গোপন রাখার চেষ্টা করে। ওই স্কুলছাত্রী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে।
এ ঘটনায় ওই কিশোরসহ আরও চারজন জড়িত বলে জানিয়েছে নির্যাতিতা ছাত্রীর পরিবার।
স্কুলছাত্রীর বাবা জানান, সোমবার সন্ধ্যার পর তার মেয়েকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যায় দূর সম্পর্কের মামাতো ভাই। পরে বাড়ির অদূরের একটি পরিত্যক্ত মুরগির খামারে নিয়ে পাঁচজন ধর্ষণ করে। পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তারা পালিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারটি প্রাথমিকভাবে মেয়ের কথা চিন্তা করে ঘটনাটি গোপন করার চেষ্টা করে। পরে ধর্ষকদের হুমকিধমকি আর মেয়েটির চিকিৎসার ঘটনায় এলাকায় জানাজানি হয়।
খবর পেয়ে পুলিশ গতকাল বিকেলে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে জড়িত এক কিশোরকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চিরুনি অভিযান চালাচ্ছে বলেও থানা সূত্রে জানা গেছে। মামলা প্রক্রিয়াধীন আছে বলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।