নলছিটিতে প্রথম একজনের করোনা শনাক্ত, ১৫ বাড়ি লকডাউন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/23/jhalokathi.jpg)
ঝালকাঠির নলছিটি উপজেলায় নারায়ণগঞ্জফেরত একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় ওই গ্রামের ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এ নিয়ে জেলায় ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এঁদের মধ্যে একজন পুরোপুরি সুস্থ হওয়ায় তাঁকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে।
এদিকে, ঝালকাঠিতে হোম আইসোলেশনে থাকা করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এসআই নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বাসিন্দা। তিনি একজন কাভার্ডভ্যানচালক, নারায়ণগঞ্জ থাকতেন। গত ১১ এপ্রিল তিনি গ্রামের বাড়িতে আসেন। জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা হলে ২০ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো রিপোর্টে তাঁর করোনা শনাক্ত হয়। প্রাথমিক অবস্থায় তাঁকে নিজ বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তাঁর বাড়িসহ ওই এলাকার আশপাশে ১৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।