নাটোরে প্রকৌশলীকে মারপিটের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
নাটোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলীকে মারপিটের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে মীর নাফিউ ইসলাম অন্তরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে প্রথমে অন্তরকে পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁকে গ্রেপ্তারের বিভিন্ন বিষয় সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পরে অন্তরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানযীম আলম তাবাসসুমের ভার্চুয়াল আদালতে হাজির করা হলে বিচারক অন্তরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঠিকাদারি সংক্রান্ত বিষয়ে গত সোমবার নাফিউ ইসলাম অন্তর নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারপিট করে কাগজপত্র তছনছ এবং হত্যার হুমকি দেন। ওই প্রকৌশলী মামলা করলে গতকাল মঙ্গলবার অন্তরকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, অন্তরের মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যসহ এলাকার কিছু মানুষ।