নানা আয়োজনে ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে বিজয় দিবস উদযাপন
দেশের বিভিন্ন স্থানের মতো ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরেও নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট।
ময়মনসিংহ
মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে ২১ বার তোপধ্বনির পর পাটগুদাম এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় সিটি মেয়র ও মহানগর আ. লীগের সভাপতি ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, পুলিশের উপমহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার মাসুম আহম্মদ ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিনটি পালনে আজ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকী পার্ক স্মৃতি সৌধ চত্ত্বরে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা ও দায়রা জজ শারমিন নিগার, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহীদদের গার্ড অব অনার প্রদান করে। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। ভোর ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনি দিয়ে শহরের ঝুমুর এলাকায় বিজয় চত্ত্বরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা৷ ৬টা ৪৫ মিনিটে শহরের বাগবাড়ি এলাকায় গণকবরে পুষ্পার্ঘ্য অর্পন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র গোলাম ফারুক পিংকু, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের লোকজন।
এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।