নারায়ণগঞ্জে স্টিল মিলের জেনারেটর বিস্ফোরণে দগ্ধ ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি স্টিল মিলের জেনারেটর বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। উপজেলার ভুলতা এলাকায় ফ্রেশ স্টিল মিলে গতকাল রোববার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধ তিন শ্রমিক হলেন—আড়াইহাজার উপজেলার বাসিন্দা মো. নাজমুল (২৭) ও মো. শামীম (৩২) এবং কুমিল্লা জেলার বাসিন্দা বাশার (২৮)। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মিলের সুপারভাইজার মো. সুমন মিয়া জানান, জেনারেটরে কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে নাজমুলের শরীরের ৬১ শতাংশ, শামীমের ৪৫ শতাংশ ও বাশারের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।