নাশকতা ও অগ্নিসংযোগ : স্বেচ্ছাসেবক দলের সাত নেতা কারাগারে
নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাত নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) তারেক জাহান খান সাত আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে ১২ আগস্ট আদালত তাদের একদিন করে রিমান্ড দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন-তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল নেতা মো. পলাশ, মো. নাজমুল হাসান ওরফে সুমন, মো. ফকরুল ইসলাম, মানিক সরদার, রতন মিয়া, লিটন মিয়া ও বিল্লাল।
নথি থেকে জানা গেছে, গত ৯ মে তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় আসামিরা নাশকতা ও জনগণের জানমালের ক্ষয়ক্ষতি ঘটানোর উদ্দেশ্য দাহ্য পদার্থ পেট্রোল, বিস্ফোরকদ্রব্য নিয়ে একত্রিত হয়। তারা সেদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণ করে ভ্যানগাটিতে অগ্নিসংযোগ করে। এরপর পালিয়ে যান তারা। এ ঘটনায় গত ১০ মে তেজগাঁও থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।