নিজের তৈরি মসজিদের পাশে চিরনিদ্রায় মোজাম্মেল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/02/gg.jpg)
চলচ্চিত্র প্রযোজক হিসেবে পরিচিত হলেও নানা গুণের অধিকারী ছিলেন মোজাম্মেল হক সরকার। ধার্মিকও ছিলেন। হজ পালন করেছেন, গাজীপুরের একাধিক মসজিদ কমিটির সদস্য ছিলেন। গাজীপুরের হোতাপাড়ার মণিপুরে তিনি নির্মাণ করেছেন মসজিদ, নিজের কবরের জায়গাও নির্ধারণ করে রেখেছিলেন মসজিদের ঠিক পাশে। আজ নিজের তৈরি মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত তিনি। আজ বাদ আসর সেখানে তাঁকে দাফন করা হয়।
শাকিব-বুবলী জুটির চলচ্চিত্র ‘রংবাজ’ ও ‘পাংকু জামাই’ ছবির প্রযোজক মোজাম্মেল হক সরকার গতকাল সোমবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোজাম্মেল হক সরকারের ঘনিষ্ঠ বন্ধু ও গাজীপুর চান্দনা জামে মসজিদের সেক্রেটারি হাজি বারেক মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ বাদ আসর নিজের তৈরি মসজিদের পাশেই তাঁকে দাফন করা হয়েছে। মসজিদ নির্মাণের সময় তিনি নিজের কবরের স্থান দেখিয়ে যান। তাঁর পছন্দের জায়গাতে দাফন করা হয়েছে। বড় হাসিখুশি ও পরহেজগার মানুষ ছিলেন মোজাম্মেল হক সরকার। তিনি আমাদের চান্দনা জামে মসজিদের সদস্য ছিলেন। শুধু তিনি নিজে নন, উনার দাদাও এর আগে হোতাপাড়া পুরাতন বাড়িতে মসজিদ নির্মাণ করেছিলেন।’
মৃত্যুর বিষয়ে বারেক বলেন, ‘আমরা শুনেছি অনেকেই বলছেন মোজাম্মেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি সত্য নয়, গত রোববার করোনাভাইরাস পরীক্ষার জন্য স্যাম্পল (নমুনা) নিয়ে যাওয়া হয়। এখনো পরীক্ষার ফল আসেনি। আর শ্বাসকষ্ট ছিল তাঁর, তবে গলাব্যথা ছিল না। আর তাঁর শ্বাসকষ্ট নতুন নয়। অনেক আগে থেকেই এই সমস্যা ছিল, প্রায়ই বেড়ে যেত।’
সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোজাম্মেল হক। অবস্থার অবনতি হলে গতকাল তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বারেক মিয়া বলেন, ‘গতকাল হঠাৎ করেই মোজাম্মেল হক সরকারের শ্বাসকষ্ট বেড়ে যায়। তাই উত্তরার ওই হাসপাতাল থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’
বারেক আরো বলেন, ‘যে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল, তাতে অক্সিজেন ছিল। তবে অ্যাম্বুলেন্স থেকে যখন সাততলায় নিয়ে যাওয়া হচ্ছিল, মাঝের সময়ে অক্সিজেন ছিল না। যে কারণে তিনি মারা গেছেন বলে ডাক্তার ধারণা করছে।’
বারেক জানান, মোজাম্মেলকে গত শনিবার উত্তরার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গতকাল অবস্থার আরো অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
মেসার্স ভাওয়াল পিকচার্সের স্বত্বাধিকারী ছিলেন মোজাম্মেল হক সরকার। তাঁর প্রযোজিত ছবির মধ্যে ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘রাজা বাবু ৪২০’, ‘পাংকু জামাই’, ‘রংবাজ’ উল্লেখযোগ্য।