নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি ব্যাংকের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে এনজিও কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সালিশের মাধ্যমে মীমাংসা হলেও অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে সবার সামনে ওই নারী নিজের জুতা দিয়ে পিটিয়েছেন। এ ঘটনায় নিরাপত্তাকর্মী মো. দুলাল মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযুক্ত দুলাল শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের বাসিন্দা এবং তিনি কৃষি ব্যাংক হরিরামপুর শাখার নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
ভুক্তভোগী নারী জানান, তিনি একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে চাকরি করেন। গত ২৯ অক্টোবর তিনি ব্যক্তিগত কাজে বাংলাদেশ কৃষি ব্যাংক হরিরামপুর শাখায় যান। কাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী দুলাল মিয়া তাঁকে যৌন নিপীড়নের চেষ্টা করেন।
প্রথমে বিষয়টি লোকলজ্জার ভয়ে চেপে যান। পরে বিষয়টি স্থানীয় এক গণমাধ্যমকর্মী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমানকে জানান ওই নারী।
এ নিয়ে গতকাল রোববার দুপুরে ব্যাংকের ব্যবস্থাপক জামাল উদ্দিনের কক্ষে সালিশি বৈঠক হয়। বৈঠকে ভুল স্বীকার করে নিরাপত্তাকর্মী দুলাল মিয়া ওই এনজিওকর্মীর পা ধরে মাফ চান। পরে উপস্থিত সবার সামনেই অভিযুক্তকে জুতাপেটা করেন ওই নারী।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান বলেন, ‘ভুক্তভোগী নারী পর্দানশীল। ব্যাংকের অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে চাকরিচ্যুত করা ও মাফ চাওয়ায় ভুক্তভোগী নারী মামলা করেননি।’
এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে কৃষি ব্যাংক হরিরামপুর শাখার ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটি মেনে নেওয়া যায় না। এ অভিযোগে দুলাল মিয়াকে ব্যাংকের নিরাপত্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’