নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/13/rastopoti.jpg)
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের নেতৃস্থানীয় ব্যবসায়ী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ সোমবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল আজ বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।