নোয়াখালীতে প্রবল বৃষ্টি, হাতিয়ার সাথে নৌ-যোগাযোগ বন্ধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/24/24-10-22-lakshmipur_cyclone-sitrang-9.jpg)
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে নোয়াখালীতে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে এবং বাতাস বইছে। এ অবস্থায় হাতিয়ার সাথে নোয়াখালীর নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
সময় যত বাড়ছে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে ততই আতঙ্ক বাড়ছে। হাতিয়ার নদীকেন্দ্রীক সাতটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে উপকূলীয় এলাকায় ৪০১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে জানিয়ে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এনটিভ অনলাইনকে বলেন, এ সব আশ্রয় কেন্দ্রগুলোতে কমপক্ষে ৩ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। আর ৪০১টি মেডিকেল টিম কাজ করছে।
এদিকে নোয়াখালী রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন শাহীন বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী ও বর্তমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আট হাজার ৩৮০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।