নোয়াখালী বিভাগ দাবিতে বিক্ষোভ, নাটকের পরিচালকের বিরুদ্ধে মামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/30/noyakhali-division.jpg)
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে আজ সোমবার সকাল থেকে জেলায় মানববন্ধন, র্যালি ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ‘নিরাপদ নোয়াখালী চাই’ সংগঠনের ব্যানারে কয়েক হাজার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশ শেষে এ জেলার মানুষকে তিরস্কার করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ‘নোয়াখালী বিভাগ চাই’ নাটকের পরিচালকসহ সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে মামলা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুর রহমান রাসেল।
জেলাকে বিভাগ ঘোষণার দাবিতে মাইজদী টাউনহলের মোড়ের এ মানববন্ধনে জেলার হাজার হাজার মানুষ অংশ নেয়। বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক ‘নিরাপদ নোয়াখালী চাই’ সংগঠনের উপদেষ্টা বখতিয়ার শিকদার, বেগমগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক এ আর টিটু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার মাহমুদা আক্তার ও আফসানা সোমা, ডা. শাহাদাৎ, নাইম রাসেল প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল জেলা শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নোয়াখালী বিভাগ চাই’ নামক একটি নাটকে এ জেলার ভাষা ও সংস্কৃতিকে ব্যঙ্গ করে জেলার ৭০ লাখ মানুষকে হেয় করার দায়ে ওই নাটকের পরিচালক স্ম্যাক আজাদের বিরুদ্ধে মামলা করা হয়। এ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুর রহমান রাসেল বাদী হয়ে মামলাটি করেন। এতে প্রযোজক, সহকারী প্রযোজক, সংশ্লিষ্ট কলাকৌশলীসহ মোট চারজনের নাম দেওয়া হয়।
বিষয়টি তথ্য মন্ত্রণালয়কে তদন্ত করে লিগ্যাল নোটিশ দেওয়ার নির্দেশ দেন জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।