নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে বিএনপি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল বের করবে দলটি। বিকেল ৩টায় দলীয় প্রধান কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।
গত বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘আগামীকাল শনিবার আমরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করব। মিছিলটি নয়াপল্টন থেকে প্রেসক্লাব গিয়ে শেষ হবে।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশনেত্রীর মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল হবে স্মরণকালের সেরা বিক্ষোভ মিছিল। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলের মাধ্যমে নেত্রীর মুক্তির দাবি জানাব।’
বিএনপির আগামীকালের বিক্ষোভ মিছিলের বিষয়ে জানতে চাইলে সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, ‘আগামীকাল আমরা স্মরণকালের বৃহৎ বিক্ষোভ মিছিল করব। দেশনেত্রীর মুক্তির দাবিতে আমাদের এ বিক্ষোভে সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
এর আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশ থেকে নতুন করে আগামীকাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভ পালন করা হবে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি আছেন তিনি।
সাবেক এই প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ জানিয়ে একাধিকবার তাঁর জামিনের জন্য উচ্চ আদালতে যান আইনজীবীরা। তবে বরাবরই আদালত জামিন নামঞ্জুর করেছেন।