পক্ষপাতিত্বের অভিযোগ জাপা পদপ্রার্থীর, চারজনকে শোকজ
দিনাজপুর পৌরসভা নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। জাতীয় পার্টির (জাপা) লাঙল প্রতীকের পদপ্রার্থী আহমেদ শফি রুবেল এ অভিযোগ করেছেন।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন এবং সঠিক ফলাফল প্রকাশের নিশ্চয়তা দাবি করেছেন আহমেদ শফি রুবেল।
গতকাল শুক্রবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনি প্রচারণায় আচরণবিধি ভঙ্গের বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন ওই মেয়র পদপ্রার্থী।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, জেলা কমিটির সহসভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপন, সহসভাপতি সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুধির চন্দ্র শীল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মমতেয়াজ আহমদসহ আরো অনেকে।
লিখিত বক্তব্যে মেয়র পদপ্রার্থী আহমেদ শফি রুবেল জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত প্রধান সড়কের ওপর মঞ্চ তৈরি করে মাইক ব্যবহার করে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দেওয়া হলেও জেলা প্রশাসন এবং জেলা নির্বাচনী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা সমাবেশ বন্ধের কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে শহরের ষষ্টিতল এলাকায় লাঙল প্রতীকের কর্মীদের কাছ থেকে হ্যান্ড মাইক কেড়ে নিয়েছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আচরণবিধি ভঙ্গের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল বলেন, ‘আচরণবিধি ভঙ্গের অভিযোগে নৌকা প্রতীকের পদপ্রার্থী রাশেদ পারভেজ এবং চারজন কাউন্সিলর পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।’