পঞ্চগড়ে এনটিভির উদ্যোগে কম্বল বিতরণ
হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে দুঃস্থ অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। বিতরণ করা হয়েছে দুইশ শীতার্ত মানুষের মধ্যে কম্বল।
‘সময়ের সঙ্গে আগামীর পথে, শীতার্তদের পাশে এনটিভি’ এ স্লোগান নিয়ে আর্তমানবতার সেবায় শীতপ্রবণ পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকার দুইশ শীতার্ত মানুষের উষ্ণতার পরশ বুলিয়ে দিতে বিতরণ করা হয়েছে কম্বল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হাছান, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি মো. শফিকুল ইসলাম, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর ফজলে করিম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রণিক, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
এনটিভির কম্বল পেয়ে অনেকে আনন্দিত আবেগাপ্লুত হয়ে পড়েন।
শীতার্ত মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তাদের পাশে এসে দাঁড়ানোয় এনটিভিকে সাধুবাদ জানায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃদ্ধ তইবর রহমান জানান, ‘তুমরা মোক কম্বল দিবেন ভাবিবা পারুনি। তুমরা বেঁচে থাকেন বাবা দোয়া করি।’
ষাটোর্ধ্ব আছিরুল ইসলাম জানান, ‘হামার বাড়িত অনেক লোক শীতের রাইতত নিন্দিবা পারিনা, কম্বলটা পায় উপকার হবে।’
গুচ্ছগ্রামের বাসিন্দা বৃদ্ধা ছালেহা বেগম জানান, ‘জারে খুব কষ্ট পাছি। লেপ নাই, ছিঁড়া কেথা। খড়কুটা জ্বালায় আগুন তাপে কোনরকমে বেঁচে আছি। কম্বল পায় শান্তিত ঘুমাবা পারিম।’
পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘পঞ্চগড়ের শীতার্ত মানুষের মধ্যে এনটিভি যে কম্বল বিতরণ করছেন এজন্য পৌরবাসীর পক্ষ থেকে মেয়র হিসেবে এনটিভিকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। এনটিভি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের নানান দুর্যোগে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে এই আশা করি।’
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, ‘শীতার্ত মানুষের জন্য এনটিভির উদ্যোগে কম্বল বিতরণ করছে এজন্য আমি ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এনটিভি এ ধরনের প্রশংসনীয় কার্যক্রম অব্যাহত রাখবে এমনটিই প্রত্যাশা করি।’
এনটিভির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘সরকারের পাশাপাশি এনটিভি দেশের শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে এজন্য আমি অত্যন্ত আনন্দিত। পঞ্চগড়ের শীতার্ত মানুষের জন্য এনটিভি যে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক হিসেবে আমার খুব ভালো লাগছে। সাধারণ মানুষ প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে সহযোগিতা পাচ্ছে।
এনটিভির মতো অন্যান্য প্রতিষ্ঠানও মানুষের সেবায় এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা করি।’