পঞ্চগড়ে বিরল প্রজাতির নেপালী ঈগল উদ্ধার
পঞ্চগড় জেলার বোদা উপজেলার ধ্যানগ্রাম থেকে একটি নেপালী ঈগল উদ্ধার করা হয়েছে।
চিকিৎসা দিয়ে ঈগলটিকে আটোয়ারী উপজেলার সাতখামার গ্রামের বাসিন্দা বন্যপ্রাণী নিয়ে কাজ করা আলোকচিত্রী ফিরোজ আল সাবার বাসায় রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে পাখিটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানিয়েছে, বনবিভাগের দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, গত ৪ ফেব্রুয়ারি ঈগলটিকে ধরে স্থানীয়রা। পরে তিনি খবর পেয়ে পাখিটিকে বোদা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসেন। এটি খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান জানান, ঈগলটির ইংরেজি নাম স্টেপি। বাংলাদেশে এটি পরিযায়ী পাখি। সারা বিশ্বে পাখিটি বিপন্ন। বাংলাদেশে এটি নেপালী ঈগল নামে পরিচিতি পেলেও ভারত ও ভুটানসহ অন্যান্য দেশেও এর দেখা মেলে।