পদ্মায় ইলিশ শিকারে তিন জেলের কারাদণ্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/17/e0dhrgfi.jpg)
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশে ইলিশ শিকারের দায়ে তিন জেলের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় সাত হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন সেলিম মাদবর (৪৫), সাহেদ আলী (৪০) ও কিনাই খান (২৫)।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় গত ১৪ অক্টোবর থেকে ২২ দিন সারা দেশে ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাদারীপুর আরডিসি মাহবুবুল হকের নেতৃত্বে আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ নিধনের চেষ্টাকালে ওই তিন জেলেকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। এ সময় জব্দকৃত প্রায় সাত হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এ টি এম শামসুজ্জামান, কাঁঠালবাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজ্জাক উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন, ‘ইলিশ নিধনের দায়ে তিন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’