পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়
পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। গতকাল সোমবার ভোরে পদ্মায় জেলে হোসেন আলীর জালে এই মাছটি ধরা পড়ে।
গতকাল সকালেই সুজানগর পৌর বাজারে মাছটি বিক্রির জন্য আনা হয়। প্রথমে মাছের এক আড়তদার মাছটি সাড়ে ৩১ হাজার টাকায় কিনে নেন। পরে মাছটি ৩৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। এ সময় উৎসুক জনতা মাছটি দেখতে বাজারে ভিড় করে।
জেলে হোসেন আলী বলেন, ‘গতকাল ভোরে পদ্মায় মাছ শিকারে গেলে বাঘাইড়টি আমার জালে ধরা পড়ে। সকালে পৌর বাজারের আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যাই। সেখানে মাছ ব্যবসায়ী ইসলাম হোসেনের কাছে ৯০০ টাকা কেজি দরে বিক্রি করি। তিনি আবার ওই বাজারেই মাছটি ইটভাটা মালিক ইকরামের কাছে ৯৫০ টাকা কেজিদরে ৩৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।’
পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ‘কয়েক দফা বন্যা হওয়ায় এবার নদীতে মাছের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। সেজন্য পদ্মা নদীতে বড় বড় মাছের দেখা মিলছে।’