পদ্মা-যমুনায় বাড়ছে পানি, পাবনায় নিম্নাঞ্চল প্লাবিত
টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা ও যমুনা নদীতে হু হু করে পানি বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি, হুরাসাগর, গুমানি, চলনবিলসহ বেশ কিছু নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের পদ্মা নদীতে বিপৎসীমার মাত্র ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, বেড়া উপজেলাতেও প্রতিদিন যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। সেখানে বিপৎসীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
স্থানীয়রা জানান, পদ্মা ও যমুনা তীরবর্তী নিচু এলাকায় পানি প্রবাহিত হচ্ছে। পানিতে তলিয়ে যাচ্ছে নানা ধরনের সবজি ও ফসলের ক্ষেত। পানিবন্দি হয়ে পড়ছে তীরবর্তী জনসাধারণ। অনেকেই বাড়িঘর সড়াতে ব্যস্ত সময় অতিবাহিত করছে। অনেকের মধ্যেই সহায়-সম্বল হারানোর উৎকণ্ঠা কাজ করছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ১৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই পয়েন্টে পানির উচ্চতা এখন ১৪ দশমিক শূন্য ৯ মিটার। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমা ১৪ দশমিক ২৫ মিটার। এই পয়েন্টে বিপৎসীমার মাত্র ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।