‘পরী মণির মামলার তদন্ত দ্রুত গতিতে চলছে’
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় গতি নতুন দিকে মোড় নিয়েছে। পরী মণি হেনস্থা কাণ্ডে মামলার আসামি না হয়েও গ্রেপ্তার হয়েছে আরও দুজন।
সেই মামলার জের ধরে গ্রেপ্তার করা হয়েছে পরী মণির কস্টিউম ডিজাইনার আসামি তুহিন সিদ্দিকী অমির ব্যবসাপ্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক (ডিএমডি) মশিউর রহমান পলাশ ও চিফ মার্কেটিং অফিসার বাছির মিয়াকে। গতকাল মঙ্গলবার রাতভর রাজধানীর দক্ষিণখান ও উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি। তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেনকে নিয়ে আসামি তুহিন সিদ্দিকী অমির মালিকানাধীন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ও হলিডে প্ল্যানার নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালিয়ে ১০২টি পাসপোর্ট, অসংখ্য ব্ল্যাংক স্ট্যাম্প ও ১৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় পাসপোর্ট আইনে অমিসহ তিনজনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করেছেন পুলিশ পরিদর্শক কামাল হোসেন। তিনি জানান, বিশেষ কোনো অনুমতি ছাড়া এতগুলো পাসপোর্ট কারো কাছে থাকা বেআইনি। সে কারণেই তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সাভার মডেল থানায় চিত্রনায়িকা পরী মণির মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আলোচিত এই মামলার তদন্ত দ্রুত গতিতে চলছে। মামলার প্রয়োজনে সাভার থানা পুলিশ কথা বলবে নায়িকার সঙ্গে।
এই মামলায় গ্রেপ্তার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির ইউ মাহমুদ ওরফে নাসিরউদ্দিন মাহমুদক ও তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমিকে জিজ্ঞাসাবাদের জন্যে ১০ দিনের রিমান্ড চাইবে সাভার মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি। তিনি জানান, মাদকের মামলায় বিমানবন্দর থানার সাত দিনের রিমান্ড শেষ হলেও তাদের সাভার থানায় করা পরী মণির ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে গেলে পরী মণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ তোলেন ঢাকাই ছবির আলোচিত এই নায়িকা। পরে বনানী থানায় অভিযোগ নিয়ে গিয়েও কোনো প্রতিকার না পেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মারধর ও ধর্ষণচেষ্টার অভিযোগ করলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে পুলিশের মাধ্যমেই রাজধানীর রূপনগর থানা ঘুরে পরী মণির লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ডভুক্ত হয় সাভার মডেল থানায়।
মামলায় প্রধান আসামি করা হয় নাসিরউদ্দিন মাহমুদকে। নাসির জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান, উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্টে ও ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) বলে জানিয়েছে পুলিশ।