পল্লবীতে মিলল বৃদ্ধ চালকের গলাকাটা লাশ, অটোরিকশা গায়েব
আবদুল লতিফ হাওলাদারের বয়স ৬০। পেশায় অটোরিকশাচালক লতিফ থাকতেন মিরপুর-১২ নম্বরের ট–ব্লক এলাকার একটি বস্তিতে। প্রতিদিন রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তাঁর বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হতেন।
যথারীতি আজ শুক্রবার আবদুল লতিফ তাঁর অটোরিকশা নিয়ে বের হন। তিনি মূলত, রাজধানীর কারওয়ান বাজার থেকে বিভিন্ন ব্যবসায়ীর কাঁচামাল পরিবহণ করতেন। প্রতিদিন গভীর রাত থেকে সকাল পর্যন্ত তিনি অটোরিকশাটি চালাতেন। তারপর বাসায় গিয়ে বিশ্রাম করতেন।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে আবদুল লতিফ বাসা থেকে বের হন। কিন্তু, আজ অন্যদিনের মতো নয়, ঘটে গেল ভিন্ন ঘটনা। আজ ভোরে পল্লবীর কালশীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনের সড়ক থেকে পুলিশ লতিফের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শুধু তাই নয়, তাঁর অটোরিকশাটিও খোয়া গেছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম লতিফের লাশ উদ্ধারের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
পারভেজ ইসলামের প্রাথমিক ধারণা, ‘অটোরিকশাটি ছিনতাই করার জন্যই হয়তো লতিফকে গলা কেটে খুন করা হতে পারে। আমরা বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি। আব্দুল লতিফ যেখান থেকে বের হয়েছিলেন, ঠিক সেখান থেকে আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখা শুরু করেছি। ঘটনাস্থল পর্যন্ত আমরা ফুটেজ দেখতে দেখতে যাব।’
ওসি বলেন, ‘তবে, এটি যে ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা, তা এখনই নিশ্চিত করে বলা যাবে না। আমরা তদন্ত শেষে বিস্তারিত জানতে পারব। লতিফের অটোরিকশাটিও পাওয়া যাচ্ছে না। সেটি খুঁজে বের করে হত্যাকারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।’