পাবনায় দুই মেয়রপদ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
পাবনায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পৌর এলাকার শালগাড়িয়া মহল্লা গোডাউন পাড়ায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নৌকা ও নারিকেল গাছ প্রতীকের দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, শালগাড়িয়া মহল্লার গোডাউন পাড়ায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকার মেয়র পদপ্রার্থী মতুর্জা বিশ্বাস সনির নির্বাচনি জনসভা শেষে তাঁর ও নারিকেল গাছ মার্কার স্বতন্ত্র প্রার্থী শরিফ উদ্দিন প্রধানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। সেখানে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়। তাদের মধ্যে পাঁচজনকে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পাঁচজনের মধ্যে চারজন নৌকার সমর্থক আর একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা হলেন, শালগাড়িয়া মহল্লার বকুল শেখ, একই এলাকার নাজমুল বিশ্বাস, ইজাজুর বিশ্বাস, লতিফ হোসেন ও কেটু হোসেন।
এদিকে, এই সংঘর্ষের ঘটনার পর পুরো শহর উত্তপ্ত হয়ে ওঠে। উভয়পক্ষ শহরের গুরুত্বপূর্ণ আব্দুল হামিদ সড়কের দুই প্রান্তে অবস্থান নেয়। নৌকার পক্ষের সমর্থকেরা পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেয় আর স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা গোপালপুর বাণী হল চত্বরে অবস্থান নেয়। উভয়পক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উভয়পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। তবে সংঘর্ষের ঘটনা নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি প্রশাসন।