পাবনায় বেড়া দিয়ে রাস্তা বন্ধ, দুর্ভোগে মানুষ
পাবনার আটঘরিয়া উপজেলায় হিন্দু পল্লীর বাসিন্দাসহ দুই গ্রামের দেড় হাজার মানুষের চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। এতে ওই রাস্তা দিয়ে দুই গ্রামের শতাধিক পরিবারের সদস্যরা চলাচল করতে পারছে না। এতে চরম দুর্ভোগে পড়েছে তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটঘরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেবোত্তর মহল্লার হিন্দুপাড়ার রাস্তা দিয়ে বহু দিন থেকে মানুষের চলাচল। এই রাস্তায় হঠাৎ গত সোমবার টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রভাবশালী সৈয়দ মোসাদ্দেক হোসেন ওরফে ইতু।
গ্রামবাসীর অভিযোগ, তাদের বাপ-দাদার আমলের আগে থেকে এই রাস্তা দিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনই নয়, দেবোত্তর গ্রামের এবং পার্শ্ববর্তী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শতশত মানুষ প্রতিদিন চলাচল করে। কিন্তু গ্রামবাসীকে না জানিয়ে সৈয়দ মোসাদ্দেক হোসেন ওরফে ইতু রাস্তাটি বন্ধ করে দেয়। এর ফলে চরম দুর্ভেগে পড়েছে মানুষ।
দেবোত্তর হিন্দু পল্লীর শ্রী শংকর কুমার, শ্রী গোপন কুমারসহ একাধিক ব্যক্তি বলেন, গত সোমবার সকাল থেকে টিন দিয়ে বেড়া দেওয়া শুরু করেন তারা। কিন্তু তাদের নিষেধ করার পড়েও কারো কোনো কথা শুনেননি।
এ বিষয়ে প্রভাবশালী সৈয়দ মোসাদ্দেক হোসেন ইতুর সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর বাড়ির কেয়ারটেকার শাজাহান আলী বলেন, ‘আমাদের জায়গায় আমরা ঘিরে নিয়েছি। এ দিক দিয়ে রাস্তা দেওয়া হবে না।’
আটঘরিয়া উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার সাংবাদিকদের বলেছেন, ‘যাদের জায়গা তারা যদি কাউকে না দেয় তবে কার কী করার আছে।’
এ বিষয়ে আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন বলেন, ‘রাস্তা ঘিরে দেওয়ার খবর আমার কাছে এসেছে। পৌরসভার প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তিনি রিপোর্ট দিলেই ব্যবস্থা নেওয়া হবে।’
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফুয়ারা খাতুন বলেন, ‘মানুষের চলাচলের রাস্তা মালিকানা হলেও বন্ধ করতে পারবে না কেউ। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এটি আমি জানলাম। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’