রাজধানীতে সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেপ্তার

সাবেক এমপি কাজী কেরামত আলী। ফাইল ছবি
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া সাবেক এমপি কাজী কেরামত আলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।