পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকা জব্দ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/24/jhalakathi.jpg)
ঝালকাঠি পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় পাসপোর্ট গ্রহিতার কাছ থেকে নেওয়া ঘুষের দুই লাখ ১২ হাজার টাকা জব্দ করা হয়েছে।
দুদক কর্মকর্তারা জানান, ঝালকাঠির আঞ্চলিক পাসপোর্ট অফিস দালালে ঠাসা। এখানে নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা নেওয়া হয়। এ ছাড়া দালাল ছাড়া কোনো পাসপোর্ট করা সম্ভব হয় না। অনেক সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও পাসপোর্টপ্রতি অতিরিক্ত দেড় হাজার টাকা করে নেন।
এসব অভিযোগের ভিত্তিতে বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদুক) উপপরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কক্ষে তল্লাশি চালায় দুদক কর্মকর্তারা। এ সময় একটি লকারের মধ্য থেকে পাসপোর্ট গ্রহিতার কাছ থেকে নেওয়া ঘুষের দুই লাখ ১২ হাজার টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক উপপরিচালক দেবব্রত মণ্ডল।