পিরোজপুরকাণ্ড প্রমাণ করে দেশে আইনের শাসন নেই : ফখরুল
দুর্নীতির মামলায় সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতাকে স্ত্রীসহ জামিন না দিয়ে জেলে পাঠানোর পর পিরোজপুরের জেলা জজকে তাৎক্ষণিক বদলির ঘটনা প্রমাণ করে, দেশে কোনো আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি নেতা বলেন, ‘এ ঘটনা প্রমাণ করে যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে সরকার। কারণ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতিকে দুদকের মামলায় জামিন বাতিল করা হয়। তখন সঙ্গে সঙ্গে কী অবস্থার সৃষ্টি করেছে এবং আদালতকে জামিন দিতে বাধ্য করা হয়েছে।’
‘আমরা যে কথাটি সব সময় বলছি যে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে। আউয়াল-লায়লা পারভীনের এ ঘটনা তা আবারও প্রমাণ করল। এ ঘটনায় বিচার বিভাগ যে স্বাধীন নয়, সেটা আরেকবার উলঙ্গভাবে প্রমাণ হলো।’
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পিরোজপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নানের আদালত।
জামিন আবেদন নাকচের আদেশের পর পরই আদালত কক্ষে হট্টগোল শুরু হয় এবং আদালত প্রাঙ্গণ ও শহরে আউয়াল-সমর্থকরা বিক্ষোভ করে। পরে অজ্ঞাত কারণে জেলা জজ মো. আব্দুল মান্নানকে স্ট্যান্ডরিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়।
পরে ভারপ্রাপ্ত জেলা জজ হিসেবে দায়িত্ব পান যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত নাহিদ নাসরিন। তাঁর আদালতে আউয়াল দম্পতির আগের করা জামিন আবেদন পুনর্বিবেচনার আবেদন করলে বিকেল সাড়ে ৩টায় শুনানির পর আদালত তাঁদের দুই মাসের জামিন দেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই আজ বিএনপির মহাসচিব বিষয়টি নিয়ে কথা বললেন। এ সময় তিনি মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমন নিয়েও কথা বলেন। ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সহিংসতার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করছে বিএনপি।
যদিও গতকাল মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নরেন্দ্র মোদির বিরোধিতার নামে মুজিববর্ষে বিরোধিতায় অবতীর্ণ হয়েছে বলে আমরা মনে করি। এটাই আজকে জাতির বিশ্বাস। আসলে নরেন্দ্র মোদির আগমন নয়, মুজিববর্ষ হচ্ছে তাদের আক্রমণের টার্গেট।'
আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘মুজিববর্ষের সঙ্গে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কোনো সম্পর্ক নেই। আমরা যেটা বলছি, এখন ভারতে এনআরসি নিয়ে সমস্যা চলছে, সাম্প্রদায়িক বিভক্তি দাঙ্গা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সব রাজনৈতিক দল ক্ষুব্ধ হয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলেছি। ভারতে চলমান এ পরিস্থিতিতে মোদির ঢাকা সফর কতটা শোভনীয়, সেটা নিয়ে আমরা প্রশ্ন রেখেছি।’